সাদা কালো ছবির দিনে

সাদা কালো দিনটির এমনই ছিলো মায়া,
ধুসর রঙের মেঘের ফাঁকে-
টুকরো রোদের উঁকি,
তার সাথে পাল্লা দিয়ে-
এদিক ওদিক ঝুঁকি।
গালের উপড় চুল আছড়ে,
বাতাসটাও হয়েছে বেহায়া।
সাদা কালোর দিনটি সেদিন,
এমনই ছিলো মায়া।

সাদা কালো চায়ের কাপে,
দেইনি তখনো চুমুক।
নাছোড় বান্দা দৃষ্টি গুলো,
আরো একটু জমুক।
আচলটা যেনো কিশোরির রঙে ,
নিরুদ্দেশের ছেড়া পাল।
সাদা কালোয় এঁকে দিলাম,
লোহিত মহাকাল।

উজ্জ্বল সাদার এক রেশমি-
শিমুল এলো ছুঁতে।
হাত ছুলো, গাল ছুলো,
ঠোটও গেছে ছুঁয়ে।
নোনা জলে লেপ্টে যায়নি,
ঝরেছে লজ্জায় চুয়ে চুয়ে।
সরীসৃপ অপেক্ষায় আমার,
এমনই হয় শুরুতে।
সাদা কালোর এমন দিনে-
বৃষ্টি ঝরেনি উরুতে।

সাদা কালোর ঐ দিনে
চকিত চোখে অপেক্ষার নিঃশ্বাস।
শহুরে অভিমানী আমি, মরনের অভিলাষ।
বালিকায় দুপুরের সেক্সফোন,আর-
নিমগ্ন নিঃসংগতার দহন,
মিলে মিশে একাকার করে দিলো।
সাদা কালোর ঐ দুপুরে,
Herb Alpert এর “Rise” বাজচ্ছিলো।
আর, সাদা কালো ছবির রঙ-
সাদা কালোই ছিলো।