একটি দ্রোহের কবিতা

একটি ব্যাবস্থা আমার কথা থমকে দিয়েছে।
আমার প্রজন্ম বিশ্বাস কে দলিত করেছে।
আমার নিঃশ্বাসের ভাঁজে ভাঁজে,
লুকানো গর্ত গুলোতে স্বপ্ন দোষের ফাঁদ পেতেছে।
একজন ব্যাবস্থাপক আমার লিঙ্গ চুষে নিয়েছে।

একটি ব্যাবস্থাপনা আমার রাষ্ট্র চিন্তায় বেড়া বেঁধেছে।
আমার স্বাধীনতায় বাঁধ সেধেছে।
আমার হস্ত মৈথুনে রাজস্ব আরোপ,
খোশখেয়ালের নায়িকা সহ-
আমার যৌবনা সময় লুন্ঠনে,
খাজা বাবার ডেকচী ভরে ষড় যন্ত্রের শিরনি রেঁধেছে।
অভাব তাড়িত শরীর আমার থুবড়ে কেঁদেছে।

একটি যন্ত্র, একটি শাসন যন্ত্র।
আমার অন্ডোকোষ নিয়ন্ত্রন ভাবনায়।
লোহিত রঙে লালিত জিহ্বায়, তাঁরা-
চেটে যায় আর, চেটে যায়।
লোমশ ঘাসের কার্পেট জুড়ে,
প্রেম ভালোবাসায় উড়ে উড়ে,
ছুঁয়ে ছুঁয়ে উষ্ণ আমার শ্বাসতন্ত্র,
হ্যান্ডকাফ্‌ পড়ে চেংদোলা আমি বন্দী বিছানায়।

একটি রাষ্ট্র যন্ত্র, এক অশ্লীন মরিচিকায়।
ভুল করা এক তৈল চিত্রে,
স্বপ্ন মেখে যায়।
হাহাকার তারিত জনপদে,
সন্দেহ যেখানে পদে পদে,
মানুষ এখানে বড্ড অসহায়।
মানচিত্রের মালিকানায় সব চোদনা হয়ে যায়।
একটি রাষ্ট্র যন্ত্র আমায় নেংটা পেতে চায়।