অভিমানী আমরা

প্রতিদিনের বেড়ে ওঠা কষ্ট,
প্রতিধ্বনিত স্পষ্ট।
জড়িয়ে ধরে আলিংগনে তোমায়,
নিজেকে ফিরে পাই।
আমি দিশেহারা পথভ্রষ্ট।
চুম্বনে যতই বলো আমি নষ্ট,
আমি নষ্ট।

আমাদের না বলা কত কথা,
তারা ভাসে সমান্তরালে।
ছুয়ে ছুয়ে থাকে আড়ালে।
চোখে চোখ পড়ে, একটু দাড়ালে।
পাশাপাশি হাতে হাত,
তবুও হার না মানা সংঘাত,
আমরা সঙ্গমহীন, আমরা অস্পষ্ট।

দুরের কোন অশোক গাছে ফুল ধরেছে এবার।
থোকা থোকা গন্ধহীন লাল।
আকাশে ওড়েনি তখনো মেঘের পাল।
শুধু আমি অপেক্ষায়।
যেমনটি ছিলাম নিরিহ তক্ষকের মতো,
এক টুকরো সন্ধ্যার আশায়।
অন্ধকারেই শক্তি আমার, আমি পাপিষ্ঠ।

এসো আবার এসো হে প্রিয়,
আমিও লাগাম ছাড়ি তবে।
ভুলে যাই সব যত বলেছি ভুল।
সত্যি মিথ্যা সেই কবে।
শেষ প্রহরের অভিমানী তুমি,
ভিজিয়ে যাও আমার উষ্ণ ভুমি।
আমারে করো এবার শান্ত।
আমি ক্লান্ত, গভির ক্লান্ত।
পাচক রসে ভরে ওঠে আমাদের ঔষ্ঠ।
তুমিই আমার, তুমিই কেবল শ্রেষ্ঠ।